শেখ হাসিনা দেশ-বিদেশের রত্ন, আমরা সবাই ধন্য

শেখ হাসিনা দেশ-বিদেশের রত্ন, আমরা সবাই ধন্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা জানাতে রাজধানীর মহাখালী জাহাঙ্গীর গেট থেকে বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ উল্লেখ করে শ্লোগানে শ্লোগানে কাকলী-মহাখালী মুখরিত তুলেছেন তারা।

ছাত্রলীগ নেতাকর্মীদের মুখে শ্লোগান ‘শেখ হাসিনা দেশ-বিদেশের রত্ন, আমরা সবাই ধন্য।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বঘোষণা অনুযায়ী তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে সকাল ৮টা থেকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ। শনিবার সকাল ৯টার পর তিতুমীর কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপর কাকলী মহাখালী অতিক্রমকালে প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা জানাবেন তারা।

hasina

কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয়, বিশ্বনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা সে জন্য গর্বিত।

কাকলী মহাখালী এলাকা সরেজমিনে দেখা যায়, রাস্তায় গণপরিবহনসহ অলিগলির সড়কেও অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাস্তায় দাঁড়ানো তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম ডলার ও সাধারণ মো. মানিক হোসেন জানান, জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদান ও বক্তব্য রেখে প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। রোহিঙ্গা ইস্যুতে তার জোরালো ভূমিকা বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। আজ নেত্রী ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ জন্যই আজকে ছাত্রলীগ গণসংবর্ধনার অংশ নিয়েছে।

hasina

বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ ও সতর্কাবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে শেখ হাসিনা দেশের পথে সোমবার লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন। সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা বিলম্ব হয়।

বাংলাদেশ শীর্ষ খবর