দুর্নীতির মামলায় কারাগারে বেরোবির সাবেক উপাচার্য

দুর্নীতির মামলায় কারাগারে বেরোবির সাবেক উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল মিয়াকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় ডেপুটি রেজিস্ট্রার শাজাহান আলীকেও কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতিরেকে নিয়োগ প্রদান ও কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে মামলা করে দুদক।

বৃহ্স্পতিবার দুপুরে জেলা দায়রা জজ হুমায়ন কবীর দুদুকের করা মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ মামলায় বাকি তিন কর্মকর্তা অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, উপ-রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই দুর্নীতির মাধ্যমে ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবদুল করিম ২০১৩ সালে একটি মামলা করেন। ওই চার কর্মকর্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াকে ওই মামলায় আসামি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের আন্দোলনের প্রেক্ষাপটে ওই বছর ৪ মে উপাচার্য আব্দুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয়।

তদন্ত শেষে চলতি বছরের ১৯ মার্চে ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার।

ক্যাম্পাস