বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়

প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে তারা।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভার পর্যন্ত খেলে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ১২৮ রান করতে পারে তারা।

আগে ব্যাটিং নিয়ে সাত উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। যে কোন দলের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে আইরিশদের বিপক্ষে ২০৯ রান করে ৯৫ রানে জিতেছিলো স্বাগতিক দল।

উদ্বোধনী জুটিতে ১১৩ রান করেন শুকতারা রহমান ও শারমিন সুপ্তা। পঞ্চম উইকেটে রুমানা আহমেদ ও লতা মন্ডল ৬১ রান করেন।

বিকেএসপি মাঠে দেশের প্রথম আন্তর্জাতিক নারী ক্রিকেটার হিসেবে অর্ধশতক করেছেন শুপ্তা ও শুকতারা। রান আউটের আগে ছয়টি চারের মার দিয়ে ৮৮ বলে ৫২ রান করেন বিকেএসপির ছাত্রী সুপ্তা। টুর্নামেন্টে আগে একটি ম্যাচও খেলানো হয়নি তাকে।

৫৩ রান করে পেসার জিল হুইলেনের বলে বোল্ড হয়েছেন শুকতারা। ১১৯ বলে পাঁচটি চারের মার দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এর আগে লরা কালেনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ফারজানা হক পিঙ্কিক।

অধিনায়ক সালমা খাতুন আউট হয়েছেন চার রান করে। কালেনের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি।

বাংলাদেশের এটি প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

খেলাধূলা শীর্ষ খবর