এখন থেকে সব কোম্পনির মোবাইল ফোনে বাংলা কি প্যাড থাকতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে।
সূত্রটি আরও জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সকল মোবাইল সেটে বাংলা কি-প্যাড থাকা বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে একটি শিগগিরই একটি নীতিমালা জারি করা হবে।