সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন তারা।
উল্লেখ্য, সাবেক কূটনীতিক ফারুক আহমদ চৌধুরী আজ (বুধবার) ভোর সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান জামে মসজিদে ফারুক আহমদ চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে এর আগে তার মরদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া হবে। সেখানেও তার জানাজা হওয়ার কথা রয়েছে।