নারায়ণগঞ্জের বালু ব্যবসায়ী রিপন হত্যা মামলায় শহীদ ও রাসেল নামে দুই আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ এর বিচারক আব্দুর রহমান সরদার ছয় আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অপর ১১ আসামিকে খালাস এবং সাধন নামে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ জুন বালু ব্যবসায়ী রিপন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বালু ভরাট করার সময় আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করেন। ওই ঘটনায় পরদিন রিপনের বাবা মোজাফ্ফর আলী সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর সিআইডির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
মামলায় ২৩ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২০ জন সাক্ষ্য প্রদাণ করেন। মামলার আসামিরা হলেন- সাধন মিয়া, দুদু, শহীদ, সুরুজ্জামান, অলিউল্লাহ, হারুন, ইসলাম, মিন্টু, ফজলুল হক, আব্দুর রহমান সরকার, শামীম শাহীন, রাসেল ও পারভেজ।