বিশ্বজুড়ে গত শুক্রবার ১৫০টি দেশের দুই লাখের বেশি কম্পিউটারে সাইবার হামলা হয়েছিল। এ সাইবার হামলাটিকে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি ‘ওয়েক-আপ-কল’ বা সতর্কবার্তা বলে উল্লেখ করেছে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে এ হামলার রেশ কাটতে না কাটতেই আবারও আরেক দফা হামলার আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
বিবিসির এক সংবাদে বলা হয়েছে, সপ্তাহিক ছুটি কাটিয়ে ইউরোপ আমেরিকা জুড়ে সোমবার (১৫ মে) কোটি মানুষ কাজে ফিরছে। কম্পিউটারের চাহিদা থাকবে অনেক বেশি। ফলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সোমবার (১৫ মে) আরেক দফা সাইবার হামলার আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠানকে সপ্তাহের শুরুতে তাদের কম্পিউটার সিস্টেম সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছে। মাইক্রোসফট বলছে, বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার র্যানসামওয়্যার সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাটিকে কম্পিউটার প্রযুক্তি বিষয়ে মানুষকে আরও বেশি সজাগ হওয়ার কথাই মনে করিয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সারাবিশ্বে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। প্রথমে ৭৪টি দেশের কথা বলা হলেও বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে বিশ্বের ১০০টি দেশ এ সাইবার হামলার শিকার হয়। উত্তর আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত অন্তত ১০০টি দেশে এ হামলা করেছেন হ্যাকাররা। এটিই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাইবার হামলা।