রাজধানী ঢাকায় আপন জুয়েলার্সের সব শাখায় অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা।
রোববার বেলা সাড়ে ১১টার দিক থেকে অভিযান চালাচ্ছেন তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের মধ্যে একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ।
এ ঘটনা জানাজানি হয়ে গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর শুল্ক গোয়েন্দাদের কাছে বেশ কিছু টেলিফোন আসে যেখানে বলা হয়, দিলদার আহমেদের ব্যাংক হিসাবে গরমিল আছে।
এ ছাড়া দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে শুল্ক গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য তলব করেছে।
অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র্যাবের কর্মকর্তারা রয়েছেন।