মেক্সিকোর পুয়েবালা প্রদেশে আতশবাজির গুদামে বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। ওই দুর্ঘটনায় আরও ২২ জন আহত হয়েছে। সোমবার রাতে পুয়েবালার সান ইসিদ্রো গ্রামে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।
মেক্সিকো শহরের কাছে একটি আতশবাজির বাজারে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহতের মাত্র পাঁচ মাস পরেই এ ধরনের ঘটনা ঘটল।
মঙ্গলবার এক বিবৃতিতে পিউবলা সরকার জানায়, উৎসব উদযাপনের জন্য ওই বাড়িতে বিস্ফোরক উপাদান সংরক্ষণ করে রাখা হয়েছিল। বিস্ফোরণে ভবনের ছাদ উড়ে গেছে বলেও জানানো হয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১ জনের বয়স চার থেকে ১৫ বছরের মধ্যে। ঘটনাস্থলেই নয়জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজন মারা যান।
রাজ্য গভর্নরের কার্যালয়ের কর্মকর্তা জাভিয়ার লোজানো জানান, বিস্ফোরণে ২২ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে তিনি মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।