গোয়েন্দা কার্যালয়ে যাচ্ছেন ‘অসুস্থ’ মুসা

গোয়েন্দা কার্যালয়ে যাচ্ছেন ‘অসুস্থ’ মুসা

শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং এর তদন্তের জন্য শুল্ক গোয়েন্দা কার্যালয়ে যাচ্ছেন ‘অসুস্থ’ প্রিন্স মুসা বিন শমসের। আজ (রোববার) বিকেল ৩টার দিকে কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে যাবেন তিনি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, ‘আমরা আর সময় বাড়াব না। আশা করছি আজ (রোববার) বিকেল ৩টায় তিনি আসবেন এবং শুল্ক সুবিধার গাড়ির বিষয়ে একটি স্টেটমেন্ট দেবেন।’

এর আগে গত ২১ মার্চ গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ৮ নং বাড়িতে অভিযান চালিয়ে মুসার শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা রেঞ্জ রোভার গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। পরে মামলার তদন্তের স্বার্থে গত ১৯ এপ্রিল তাকে গোয়েন্দা কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

তবে সেদিন ‘বাকরুদ্ধের’ মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ৩ মাসের সময় আবেদন করেন প্রিন্স মুসা। চিকিৎসকের কাগজপত্র যাচাই-বাছাই করে দুই সপ্তাহ সময় মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা। আজ (রোববার) তার হাজিরা দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ