শেষ হয়েছে ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’

শেষ হয়েছে ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’

এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’ শেষ হয়েছে শনিবার। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে গত ৫ মে সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশন—আইয়াটার এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুই দিনের এই সম্মেলনে দেশের বাউল সংগীত, চর্যানৃত্য, গৌড়ীয় নৃত্য, শিশুনৃত্য ও নাটক, বিদেশি নাটক, ঐতিহ্যবাহী নাট্যের বিভিন্ন পরিবেশনা ও যাত্রাপালা প্রদর্শিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে লাওস, কম্বোডিয়া ও মালয়েশিয়া থেকে আগত শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

এশীয় অঞ্চলের থিয়েটার প্রতিষ্ঠান, নাট্যশিল্পী, গবেষক ও বিদ্বানদের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন, নাট্যতথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং এশীয় অঞ্চলের সমৃদ্ধ থিয়েটার ঐতিহ্যকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিনোদন