সম্মাননা পেলেন বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মী

সম্মাননা পেলেন বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে প্রাপ্ত ৬০টি স্বর্ণের বার স্বেচ্ছায় জমা দিয়ে বিরল ঘটনা সৃষ্টিকারী বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মীকে সম্মাননা জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা হলেন- বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মরত পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল কাদের ও মো. আলমাস হোসাইন।

বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা দেন। রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবন ১০ তলায় শুল্ক গোয়েন্দার সদর দফতরে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, শাহজালালে বেসরকারি এয়ারলাইন্সের এ দুই পরিচ্ছন্নতাকর্মী প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ দেখেও আত্মসাতের চেষ্টা করেনি। বরং হেফাজতে নিয়ে শুল্ক কর্তৃপক্ষকে খবর দিয়ে বিরল ঘটনার জন্ম দিয়েছেন। এ বিরল ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পরিচ্ছন্নতাকর্মীদ্বয়কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। আজ (বুধবার) তাদের সম্মাননা প্রদান করা হলো।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই দুই কর্মচারী গত সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএস২০২ ফ্লাইটের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে উদ্ধার করা ৭ কেজি স্বর্ণ বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তারা।

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সি শিফট এর সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২০২ ফ্লাইট একটি উড়োজাহাজ কলকাতা থেকে শাহজালালে সোমবার দুপুর ২টায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানাতে পারেন উড়োজাহাজে স্বর্ণ নিয়ে আসা হচ্ছে। পরে আব্দুল কাদের ও আলমাস বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষকে খবর দেয়।

প্রতিটি স্বর্ণ বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

বাংলাদেশ