রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধে ও আন্ডারপাস ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অবৈধভাবে ও অবাধে যানচলাকালীন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধে এবং জনগণকে আন্ডারপাস ব্যবহারে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এ অভিযান। ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।