ব্রিটেনে গর্ভজাত সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্যানসার আক্রান্ত মা। ছয় মাসের অন্তঃসত্ত্বা সারাহ ব্রুক প্রথম জানতে পারেন তিনি অন্ত্র ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কিন্তু সে সময় কেমোথেরাপি নিলে গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তাই চিকিত্সকদের অমতে কেমোথেরাপি নিতে অস্বীকৃতি জানান সারাহ।
সম্প্রতি সুস্থ একটি মেয়েসন্তান জন্ম দিয়েছেন সারাহ। কিন্তু এতদিনে শরীরে ছড়িয়ে পড়েছে জীবনঘাতী ক্যানসার।
লন্ডনের ইসলিংটনের চিকিত্সারত হাসপাতালের চিকিত্সকরা বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বাকালীন সারাহ ব্রুক (৩২) শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে একটি টিউমারে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। আমরা তাকে বিষয়টি জানাই।
চিকিত্সকরা বলেন, একই সঙ্গে তাকে এটাও জানাই যে, এ মুহূর্তে কেমোথেরাপি তার গর্ভের স%E