সবুজ, নীল, হলুদ আর সাদা রঙের টি-শার্ট পরে এসেছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। দিচ্ছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। তাদের মিছিলে-স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে আজ এমনই চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে ব্যানার ফেস্টুনে ভড়ে গেছে। গোলাপের সমারহে সাজানো বিশাল স্টেজ। অপেক্ষা প্রাণের সংগঠনের সম্মেলন শুরুর। নেতাকর্মীদের আবেক আর উচ্ছাসের কমতি নেই। কেউ সবুজ রঙের টি-শার্ট, কেউবা নীল রঙের, কেউ হলুদ কিংবা সাদা রঙের টি-শার্ট পরেছেন।
জবি ছাত্রলীগের বর্তমান কমিটির উপপ্রচার সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তানের আহ্বায়ক শেখ অাবু তাহের সাংবাদিকদের বলেন, আজ আনন্দের কমতি নেই জবি ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। আমরা চাই সম্মেলনের মধ্য দিয়ে ত্যাগী, পরিশ্রমী আর বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শের ধারক দ্বারা নতুন কমিটি গঠিত হোক।
এদিকে, নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না। কারণ সবাই জবি পরিবারের, এখানে বাইরের কেউ নেই যে বিশৃঙ্খলায় যাবে। আশা করি সুন্দর ও সফলভাবেই শেষ হবে আজকের সম্মেলন।