পর্যটন শিল্প বিকাশের লক্ষে পার্বত্য চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাইকেল প্রতিযোগিতা। ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ নামে এ প্রতিযোগিতা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালি থেকে শুরু হয়ে ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বান্দরবানের নীলগিরিতে গিয়ে শেষ হবে এ সাইকেল প্রতিযোগিতা।
গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
তিনি জানান, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতা হচ্ছে। মাউন্টেন বাইকিং এখানে এখনও জনপ্রিয় হয়নি। পর্যটন স্পট হিসেবে পার্বত্য চট্টগ্রামকে আরও পরিচিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার সফল হলে প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি জানান।