‘মেধাবীদের জঙ্গিবাদে জড়াচ্ছে স্বাধীনতাবিরোধীরা’

‘মেধাবীদের জঙ্গিবাদে জড়াচ্ছে স্বাধীনতাবিরোধীরা’

স্বাধীনতাবিরোধীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত করে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্যই স্বাধীনতাবিরোধীরা তা করছে। তাদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশকিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমি আশা করবো সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাকারীদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে। এছাড়া আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তারা যেন বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখে।

সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্যক্রমে এমন শিক্ষা অন্তর্ভুক্ত করতে যাতে সব শিক্ষার্থী বাস্তবজ্ঞান অর্জন করতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান থাকলে সে জ্ঞান হয় নিরর্থক।

ক্যাম্পাস