কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিন মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সোমবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মীর রুহুল আমিন তার জামিন মঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০০৭ সালে ডবলমুরিং থানায় বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করা হয়েছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে।
এরপর গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাংসদ বদিকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর দুদকের তৎকালীন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে কক্সবাজারের আওয়ামী লীগ নেতা বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।