সিরিয়ায় আর্টিলারি ব্যাটারি মোতায়েন করছে মার্কিন মেরিন সেনা

সিরিয়ায় আর্টিলারি ব্যাটারি মোতায়েন করছে মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের পরাজিত করতে জিহাদি গোষ্ঠীটির তথাকথিত খিলাফতের রাজধানী রাকায় মেরিন কোর্পস আর্টিলারি ব্যাটারি পাঠিয়েছে। বুধবার এক মার্কিন কর্মকর্তা একথা জানান।
তিনি বলেন, ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট সিরিয়ার একটি আউটপোস্টে একটি শক্তিশালী ব্যাটারি মোতায়েন করেছে।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনকে নিশ্চিত করে তিনি বলেন, মেরিন সেনারা রাকায় আইএস বিরোধী যুদ্ধে সহায়তায় ‘অভিযান চালাতে প্রস্তুত।’
এটি সিরিয়ায় মার্কিন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক যোদ্ধা রয়েছে। প্রায় ৫শ’ মার্কিন সৈন্য স্থানীয় আরব-কুর্দি জোট এসডিএফ-এর সদস্যদের আইএস বিরোধী লড়াইয়ে প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে।

আন্তর্জাতিক