রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি ইন জাপান (কেইউটিইসিএইচ) এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহায়তা ও যোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ বিষয়ে এখানে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে রাবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. মিজানুদ্দীন ও কেইউটিইসিএইচ’র প্রেসিডেন্ট স্বাক্ষর করেন।
কেইউটিইসিএইচ’র প্রেসিডেন্ট অধ্যাপক সুজি ওটাব রাবিতে তিন দিনে সফরে এসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেন।
এই চুক্তির মাধ্যমে এই দুই ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মেডিকেল, প্রযুক্তি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন। রাবি সূত্র একথা জানায়।
রাবি’র প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান, রেজিস্টার অধ্যাপক এনতাজুল হক, স্টুডেন্ট এডভাইজার অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক শামীম আহমেদ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা অনুষ্ঠানে যোগদান করেন।