ম্যানসিটির সামনে সুযোগ ছিল টটেনহ্যাম হটস্পারকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেওয়ার। তবে স্বাগতিক দর্শকদের হতাশ করে ঘরের মাঠে স্টোক সিটির সঙ্গে গোলশুন্য ড্র করেছে গার্দিওলার দল।
নিজেদের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকা ম্যান সিটি শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে। তবে স্বাগতিক ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর গোলের দেখা পাওয়া হয়নি শেষ তিন ম্যাচে ১২টি গোল করা দলটির। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি।
এ ড্রয়ে ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৬। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি।