এবার টানা ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

এবার টানা ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর দেশের শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা তিন কার্যদিবস মূল্য সূচক ও লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার লেনদেন হয় ১ হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে লেনদেন বেড়ছে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৭১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৫৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

লেনদেনে এরপর রয়েছে- কেয়া কসমেটিকস, বিডি থাই, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এএফসি এগ্রো এবং বেক্সিমকো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬০৪ পয়েন্টে। বাজারটিতে ৮৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৩১টির দাম।

অর্থ বাণিজ্য