দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতে এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন বৃটিশ তারকা এন্ডি মারে।
২৯ বছর বয়সী মাসে ফাইনালে স্প্যানিশ ফার্নান্দো ভারডাসকোকে পরাজিত করে প্রথমবারের মত দুবাই ওপেনের শিরোপা জয় করেন। এদিকে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ আকাপুলকো ওপেনে কোয়ার্টার ফাইনালে নিক কিরগিওসের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা স্ট্যান ওয়ারিঙ্কাও দুবাই ওপেনে প্রথম রাউন্ডেই বসনিয়ার ডামির জুমহারের কাছে পরাজিত হয়ে ছিটকে পড়েন।
এটিপি র্যাঙ্কিং :
১. এন্ডি মারে (বৃটেন) ১২০৪০
২. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৯২৮৫
৩. স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৫১৯৫
৪. মিলোস রাওনিক (কানাডা) ৫০৮০
৫. কেই নিশিকোরি (জাপান) ৪৭৩০
৬. রাফায়েল নাদাল (স্পেন) ৪৪১৫
৭. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া) ৩৫৯০
৮. জো-উইলফ্রিড টিসোঙ্গা (ফ্রান্স) ৩৪৮০
৯. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া) ৩৩৭৫
১০. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৩৩০৫