জাতির জনকের ম্যুরালে বিএসএমএমইউয়ের শ্রদ্ধাঞ্জলি

জাতির জনকের ম্যুরালে বিএসএমএমইউয়ের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্ববিদ্যারয় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসানের নেতৃত্বে সর্বস্তরের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা ও কর্মচারীরা পুস্তস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, পরিচালক (মানব সম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, চিফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. আবু তাহের,  সেবা তত্ত্বাবধায়ক শান্তনা রানী দাস প্রমুখ।

ক্যাম্পাস