রংপুরে পরিবহন ধর্মঘট : বিপাকে যাত্রী সাধারণ

রংপুরে পরিবহন ধর্মঘট : বিপাকে যাত্রী সাধারণ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে সারাদেশের ন্যায় রংপুরের ১২টি রুটে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আকস্মিক ডাকা পরিবহন ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে শত শত মানুষ। অনেকে বাসটার্মিনালে গিয়ে গন্তব্যে যেতে না পেরে বেকায়দায় পড়েছেন।

দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের দুর্ভোগের চিত্র। জরুরি প্রয়োজনেও তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না।

এদিকে, দুপুরের বাসচালক জামির হোসের সাজার প্রতিবাদে বাস টার্মিনালের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তজিুল ইসলাম মুকুল জানান, ধর্মঘটের বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্র থেকে নির্দেশ এলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

জেলা সংবাদ