নোকিয়া ৩৩১০’র বাজার নিয়ে সংশয়

নোকিয়া ৩৩১০’র বাজার নিয়ে সংশয়

নোকিয়ার বিলুপ্তপ্রায় ৩৩১০ মডেলের পুরনো ফোনটি নতুন মডেলে ফের বাজারে ফিরেছে। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টেক শোর আগে এই ফোন উন্মোচন করেছে নোকিয়া।

নোকিয়া ৩৩১০ ফিচার ফোন হিসেবে বাজারে এসেছে। এতে ২.৫জি কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। এটি এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরা থাকছে ২ মেগাপিক্সেলের।

ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৭ তে এক সংবাদ সম্মেলনে পুরনো এই ফোনের নতুন সংস্করণের বিস্তারিত তুলে ধরা হয়। নোকিয়ার ৩৩১০ মডেলের ফোন প্রথম বাজারে আসে ২০০০ সালের সেপ্টেম্বরে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও হার্ডওয়ার ব্যবস্থার কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে এই ফোন। একই সঙ্গে বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত ফোনের রেকর্ড গড়ে নোকিয়া ৩৩১০।

নোকিয়া ৩৩১০ নতুন ফোনের সঙ্গে আগের সংস্করণের হুবহু মিল থাকবে বলে জানানো হলেও বিট্রিশ দৈনিক সানডে এক্সপ্রেস এইচএমডি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, পুরনো ফোনের সঙ্গে নতুন ফোনের মিল থাকবে ৯০ শতাংশ।

বড় আকারের রঙ্গিন ডিসপ্লে আর উন্নত কিবোর্ড থাকছে নতুন এই ফোনে। পুরনো জিএসএম ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে। যা অনেক দেশেই অকার্যকর। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো অনেক দেশেই এই নেটওয়ার্ক কাজ করে না। তাই নোকিয়ার এই ফোনটি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের বাজার ধরতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নোকিয়া ৩৩১০য়ের এই ফোনটি ৯শ এমএইচজেড এবং ১৮শ এমএইচজেড এই দুটি ব্যান্ডে পাওয়া যাবে। এর জিএসএম নেটওয়ার্ক ২জি নেটওয়ার্কের জন্য ভালো। তবে নতুন এই ফোনে ইন্টারনেট ব্যবহারের কোনো সুবিধা রাখা হয়নি।

এ বছরের মাঝামাঝি সময়ে নোকিয়া ৩৩১০ ভারতে উন্মোচন করা হবে। এছাড়া মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাজারেও এই ফোন বাজারজাতের পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ফোন উন্মোচনের বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিজ্ঞান প্রযুক্তি