সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচক ও লেনদেন উর্ধ্বগতিতেই নিয়েই শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সোমবারের চেয়ে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০২ কোটি টাকায়। যেখানে সোমবার লেনদেন হয়েছিল ৫১৯ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও(সিএসই) দেখা গেছে একই চিত্র।
ডিএসইর সাধারণ সূচক ২৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৯৬ পয়েন্টে। গতকাল এ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩২২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোন লেনদেনের (টাকায়) শীর্ষ অবস্থান দখল করেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি টাকারও বেশি।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শেয়ার ২৭ কোটি টাকারও বেশি লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছে।
এছাড়াও শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ও সামিট পাওয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮৮.৪১ পয়েন্ট বেড়ে ১০১৭০.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮২টির, কমেছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি টাকার, যা সোমবারের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।