কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তা

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সার্বিক নিরাপত্তা সম্পর্কে বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এসময় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো: মনিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিন শহীদ মিনার ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করে মৎস্য ভবন থেকে নিউমার্কেট এবং দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এসব এলাকার প্রতি ইঞ্চি সিসিটিভির ফুটেজ কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (দিবাগত মধ্যরাত) ভিভিআইপি ও ভিআইপিরা আসার আগে থেকে শহীদ মিনার ও এর আশপাশের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৪টি ওয়াচ টাওয়ার। শহীদ মিনারে আগত সবাইকে আর্চওয়ে গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হবে। ডিএমপি কমিশনার আরো বলেন, সার্বক্ষণিক দায়িত্বে থাকবে সোয়াট, বম্ব ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

বাংলাদেশ