প্রতারণার অভিযোগে এবার রবিকে জরিমানা

প্রতারণার অভিযোগে এবার রবিকে জরিমানা

মিথ্যা অফার নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)।

মো. রুবেল মিয়া নামের এক গ্রাহকের অভিযোগের পর শুনানি শেষে মঙ্গলবার রবি আজিয়াটাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)। এর আগে একই ধরনের প্রতারণার অভিযোগে গ্রামীণফোনকে আড়াই লাখ টাকা জরিমানা করে ডিএনসিআরপি।

রবির বিরুদ্ধে অভিযোগে গ্রাহক রুবেল মিয়া বলেন, ৭৪৬ টাকা রিচার্জ করলে আনলিমিটেড ১৬ জিবি ইন্টারনেট পাওয়া যাবে, যার মেয়াদ ৩০ দিন। যে অফারের মেয়াদ ৩০ দিন সেটি কী করে আনলিমিটেড হয়?

রবিকে যে পাঁচ হাজার টাকা জরিমানা করে তার এক চতুর্থাংশ মোহাম্মদ রুবেল মিয়া নামের গ্রাহককে প্রদান করা হয়েছে। বাকি টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

অর্থ বাণিজ্য