‘অশ্বিন বিশ্বমানের একজন ক্রিকেটার। খেলা শেষে ওর সঙ্গে কথা বলবো টিপস নেওয়ার জন্য। তাছাড়া ম্যাচ চলাকালীন অশ্বিনের বোলিংটা দেখবো। ওই অভিজ্ঞতা আমার কাজে আসতে পারে।’
হায়দরাবাদের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এমন অভিব্যক্তিই প্রকাশ করেছিলেন মেহেদী হাসান মিরাজ।
সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে মিরাজের। ভারত সফর শেষে দেশে ফেরার আগে অশ্বিনের শ্রেণীকক্ষে যাওয়ার সুযোগ হলো তাঁর।
মিরাজকে কি শেখালেন অশ্বিন।
সাক্ষাতে বললেন টাইগার স্পিনার। ‘ম্যাচে কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয় সেটা বলেছে অশ্বিন। এছাড়া তিনি বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মাঠে সবকিছু উজাড় করে দিতে হবে।’
অশ্বিনকে শিক্ষক হিসেবে বেছে নেয়া প্রসঙ্গে মিরাজ বলেন, ‘কয়েক বছর ধরে অশ্বিন দারুণ ফর্মে। তাঁর অভিজ্ঞতাও অনেক। তিনি একজন সফল বোলার।’