অস্ট্রেলিয়া বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পরই আজহার আলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পদ থেকে অবশ্য সরে দাঁড়ান আজহার। তার বিকল্প কে হচ্ছেন? তা অনেকটা নির্ধারিত ছিল! অনুমিতভাবেই আজহারের স্থলাভিষিক্ত হলেন সরফরাজ আহমেদ। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক এখন সরফরাজই।
পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজের অধিনায়কত্বের অভিজ্ঞা রয়েছে। পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার ওয়ানডে অধিনায়কত্বও যোগ হলো তার সঙ্গে।
সফররাজের ওয়ানডে অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানিয়েছে, ‘আজহার আলি ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তানের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদকে দায়িত্ব দিয়েছে পিসিবি।’