ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার ২০১৭ শুরু হচ্ছে শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এটি অনুষ্ঠিত হবে। ফেয়ারে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রথম সারির ৫০ টিরও বেশি আইটি কোম্পানি।
অনুষ্ঠানটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প, আর্নস্ট অ্যান্ড ইয়াং, আইবিএ এবং বিক্রয় ডটকম-এর সহযোগিতায় আয়োজন করবে আইসি টিডিভিশন।
শনিবার সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিক্রয় ডটকম-এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী জানান, আর্নস্ট অ্যান্ড ইয়াং পৃথিবীর অন্যতম বড় একটি পেশাদারী সেবা সংস্থা।এটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে যৌথভাবে বিভিন্ন এলআইসিটি প্রজেক্টের কাজ করে আসছে। আইটি-আইটিইএস-এর এ প্রকল্পে এখন পর্যন্ত ৩০ হাজার শিক্ষার্থী উচ্চমানের প্রশিক্ষণ নিয়েছে।ইতিমধ্যে ৫০০০ স্নাতকোত্তর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এবং আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাগুলো দ্বারা প্রত্যয়িত সার্টিফিকেট অর্জন করেছে।