রাজধানীতে প্রথমবারের মতো নারীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’। আগামীকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হবে ৩৬ ঘণ্টার এই প্রতিযোগিতা।
আসরটি যৌথভাবে আয়োজন করছে আইসিটি মন্ত্রণালয় ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’। নারীরা ভিন্ন ভিন্ন ৯টি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানকে বাস্তবায়নের প্রতিযোগিতায় মেতে উঠবেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ নারী রেজিস্ট্রেশন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৯টি খাতের বিজয়ীদের জন্য মোট ২৭টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে।