সবার জন্যে উচ্চমানের ইন্টারনেট

সবার জন্যে উচ্চমানের ইন্টারনেট

সবার জন্য উচ্চমানের ইন্টারনেট নিশ্চিত করতে সকল স্পেকট্রাম ব্যান্ডে প্রযুক্তি নিরপেক্ষতা চালু করার আহ্বান জানিয়েছেন টেলিনর চেয়ারপারসন এবং সিইও সিগভে ব্রেক্কে। রোববার টেলিনর গ্রুপের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণলয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে সাক্ষাতকালে একথা বলেন সিগভে ব্রেক্কে।

সিগভে ব্রেক্কে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে জোরদার করতে এবং দেশের ডিজিটালকরণে স্বক্রিয় ভূমিকা পালন করতে গ্রামীণফোনের প্রতি টেলিনর দৃঢ় প্রতিজ্ঞ। এসময় টেলিনর গ্রুপের সিইও প্রতিমন্ত্রীকে কেপিএমজি প্রণীত গ্লোবাল ইমপ্যাক্ট রিপোর্ট সম্পর্কে অবহিত করেন।

ওই রিপোর্ট বলা হয়েছে, বাংলাদেশে গত পাঁচ বছরে টেলিনর ১১৭.৬ কোটি ডলার বিনিয়োগ করেছে যার মধ্যে শুধুমাত্র ২০১৫ সালই ২৪.৮ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। রিপোর্টে আরো বলা হয় যে ৫ কোটি ৬০ লাখ গ্রাহক নিয়ে গ্রামীণফোনের সেবা ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে ২৪০০ কোটি ডলারের অবদান রেখেছে।

বিজ্ঞান প্রযুক্তি