বিক্ষোভে উত্তাল রোমানিয়া

বিক্ষোভে উত্তাল রোমানিয়া

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের কারামুক্তির পথ খুলে দিয়ে একটি আদেশ পাস হওয়ার পর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বড় আকারে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী আন্দোলন।

বুধবার রাজধানীতে সরকারি ভবনের সামনে প্রায় দেড় লাখ মানুষের জনসমাগম ঘটে। এছাড়া সমাবেশ হয়েছে অন্যান্য শহরেও।

বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের ওপর হামলাও চালান। জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

মঙ্গলবার ডিক্রি পাস হওয়ার পর এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেয়ানু নেতৃত্বাধীন বামপন্থি সরকার বলছে, কারাগার থেকে বন্দিদের চাপ কমানো দরকার। কিন্তু তার সমালোচকরা বলছেন, নিজের লোকদের দুর্নীতির দায় থেকে মুক্তি দিতেই এ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

বিক্ষোভকারীরা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দিয়েছেন, দাবি করেছেন পদত্যাগের।

আন্তর্জাতিক