শিশুদের জন্য চালু হলো সামাজিক যোগাযোগের অ্যাপ ‘লেগো লাইফ’। এর মাধ্যমে খেলার ছলে অনলাইনে বন্ধুদের সঙ্গে যোগাযোগের সুবিধা পাবে শিশুরা। সর্বোচ্চ ১৩ বছর বয়সী শিশুদের জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। নির্মাতা দাবি করছেন- অ্যাপটি শিশুদের জন্য নিরাপদ হবে। খবর : বিবিসির।
লেগো খেলার ওপর ভিত্তি করে তৈরি এ অ্যাপটিতে একে অন্যের সঙ্গে কোনো কথা বলার সুযোগ মিলবে না। শুধু তাই নয়, শিশুদের নিরাপত্তায় নিবন্ধনের সময় শিশুদের ব্যক্তিগত কোনো তথ্য বা ছবিও সংগ্রহ করবে না অ্যাপটি।
অ্যাপটিতে লেগো দিয়ে তৈরি বিভিন্ন খেলনা বা বস্তুর ছবি বন্ধুদের সঙ্গে বিনিময় করা যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধুরা সেটিতে নিজেদের মতামতও দিতে পারবে। তবে ইচ্ছামতো মতামত দেয়া যাবে না, শুধু আগে থেকে তৈরি বিভিন্ন ইমেজ ও স্টিকারের মাধ্যমে নিজেদের ভালো বা মন্দ লাগার তথ্য আদান-প্রদান করা যাবে।