বন্ধ হচ্ছে না ভারতীয় তিন চ্যানেল

বন্ধ হচ্ছে না ভারতীয় তিন চ্যানেল

বাংলাদেশে তুমুল জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি সিনেমা বন্ধের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বন্ধ হচ্ছে না এই তিনটি চ্যানেল। সেসঙ্গে ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে যথাযথ কর্তৃপক্ষের কাছে এ তিন চ্যানেল বন্ধে আবেদন করার জন্য বলেছেন আদালত।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রায় পাঠ শুরু করেন। রায় ঘোষণার সময় আদালতে স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং জি বাংলার পক্ষে আইনজীবী শামসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

আইন আদালত