ঢাকার আশুলিয়ায় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, গাজীপুর থেকে আশুলিয়ার নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় পলাশ পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে পলাশ পরিবহনের বাসে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে বিআরটিসি পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে পলাশ পরিবহনের বাসটি উল্টে গেলেও পালিয়ে যায় বিআরটিসির বাসটি।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।