নিরাপদ সড়কের জন্য জাতীয় সংসদে কোনো বিল আসলে তা সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৭ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নিরাপদ সড়কের জন্য জাতীয় সংসদ সর্বাত্মক সহযোগিতা করবে। সংসদে নিরাপদ সড়কের জন্য কোনো বিল আসলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস এই বিলে সব এমপিরা একাত্মতা প্রকাশ করবেন।
অনুষ্ঠানে গাড়ি চালক এবং পথচারীদের মোবাইল ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বনের অনুরোধ করেন স্পিকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আহ্বায়ক সৈয়দ এহসানুল হক কামাল প্রমুখ।