নিত্যনতুন পরিবর্তন এনে অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুককে আরও আকর্ষণীয় এবং সময়োপযোগী করতে কিছুদিন পর পরই নতুন নতুন পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার ভিডিও র্যাঙ্কিং সুবিধা চালু করলো ফেসবুক।
নাতিদীর্ঘ ভিডিও তো বটেই ডিউরেশন অনুযায়ীও যে ভিডিও তুলনায় একটু বড়, সেই সব ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুরত্ব পাবে। একটি ফেসবুক অ্যাকাউন্টে যত খুশি ভিডিও`ই থাকুক না কেন, ফেসবুকের হোমপেইজে সেই ভিডিও`ই দেখা যাবে যা সব থেকে বেশি প্রাসঙ্গিক।
যে ভিডিওটি ফেসবুক ব্যবহারকারীরা সব থেকে বেশিবার দেখবেন সেটি বুস্ট করবে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক তাদের ব্লগে জানিয়েছে, একটা ভিডিও কতক্ষণ ধরে দেখা হচ্ছে, কোন ভিডিওটি সব থেকে বেশিবার দেখা হচ্ছে, সেই ভিডিও দেখার সময় ইউজার সাউন্ড অফ করে রাখছেন কিনা, এই সব কিছু দেখেই ভিডিও র্যাঙ্কিং হবে।