শেষ হলো নেত্রকোনার ইজতেমা

শেষ হলো নেত্রকোনার ইজতেমা

সবার মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নেত্রকোনায় তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে। জেলা শহরের রাজুর বাজারস্থ মার্কাস মসজিদের উদ্যোগে এ ইজতেমা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার পাশাপাশি সবার শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

ইজতেমার শেষ দিনে ধর্মপ্রাণ মুসুল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় কয়েক লাখ মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন। বিদেশি মুসল্লিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা স্থলে আসেন।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। ইজতেমাস্থলে নিরাপত্তাচৌকি, অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প, নিরাপদ পানিসহ ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সকল প্রকার সুব্যবস্থা রাখা হয়।

আখেরি মোনাজাতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরমেয়র আলহাজ নজরুল ইসলাম খানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা সংবাদ