রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে ৭ দফা দাবি বাস্তবায়নে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশের হামলার প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে কমিটি।
এছাড়া ২৫ ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচি এবং ১১ মার্চ খুলনা মহানগরীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা) হরতাল কর্মসূচি পালনের পর এ ঘোষণা এলো।
কর্মসূচি ঘোষণা দেয়ার আগে বিক্ষোভ সমাবেশে আনু মুহাম্মদ বলেন, সরকার বলছে আমরা বাঘ রক্ষার জন্য আন্দোলন করছি। পরিবেশ যদি বাঘ, পাখি, গাছ নিরাপদ না হয় তাহলে মানুষের জন্য কিভাবে নিরাপদ হবে।