মফস্বলের মানুষের কাছে সংবাদ মানেই মামলা-হামলা

মফস্বলের মানুষের কাছে সংবাদ মানেই মামলা-হামলা

গ্রামের তথা মফস্বলের শতকরা ৮০ জন সাধারণ মানুষের গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম সম্পর্কে ভীতি রয়েছে। সংবাদ বলতে তারা শুধু মামলা, হামলা বোঝেন। এর বাইরে কোন সংবাদ হয় না বলেই মনে করেন তারা।

বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ কারণে স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ পর্যায়ে গণমাধ্যমের কার্যকর সমন্বয়ের দাবি জানিয়েছে বারসিক।

নির্বাহী পরিচালক সুকান্ত সেনের সভাপতিত্বে মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘স্থানীয় সরকার, গণমাধ্যম ও কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক সংলাপে এ দাবি তুলে ধরে সংগঠনটি বারসিক।

ইউনিয়ন পর্যায়ে গবেষণার কথা তুলে ধরে বারসিক আরও জানায়, সাধারণ মানুষের দাবি দাওয়া যে গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে পাঠানো যেতে পারে, তারা সেটা কল্পনাও করতে পারেন না। তাই আমরা গণমাধ্যমের সঙ্গে স্থানীয় সরকারের একটা সমন্বয় সাধনের চেষ্টা করছি।

বাংলাদেশ