মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রিয় অ্যান্ড্রয়েড ফোন ছাড়তে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে ট্রাম্প এখন মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ আইফোন ব্যবহার করছেন। খবর নিউইয়র্ক টাইমস।
নতুন নম্বর সংবলিত মার্কিন সিক্রেট সার্ভিস অনুমোদিত এই আইফোনটিতে বিশেষ নিরাপত্তা রয়েছে। ফলে সহজে কেউ হ্যাক করতে পারবে না ফোনটি। এ ধরনের ফোন গুটিকয়েক মানুষের হাতে রয়েছে।
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করেছিলেন তখন থেকেই প্রেসিডেন্টদের জন্য বিশেষ এই স্মার্টফোন ব্যবহারের ধারা প্রচলিত হয়। বারাক ওবামাকে সেসময় তার প্রিয় ব্ল্যাকবেরি ফোন ছেড়ে বিশেষ আইফোন নিতে হয়েছিল।
সেসময় ওবামা বিশেষ এই ফোনটি সম্পর্কে বলেছিলেন, এতে ছবি তোলা, বার্তা পঠানো, গান শোনা কিছুই করা যায় না।
ডোনাল্ড ট্রাম্পের নতুন এই আইফোনটি তার পূর্বসূরি ওবামার মতোই হবে বলে জানা গেছে।
শুধু নিজের প্রিয় সেলফোন নয়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধনকুবের ট্রাম্পকে তার প্রিয় এয়ারক্রাফট ‘ট্রাম্প ৭৫৭’ এর পরিবর্তে বিশেষ নিরাপত্তা সংবলিত এয়ার ফোর্সের বিমান ব্যবহার করতে হচ্ছে।