অ্যাপস জানাবে সরকারি ছুটি

অ্যাপস জানাবে সরকারি ছুটি

হাতের মুঠোই দুনিয়া। এখন আর চোখের পাতা বুলিয়ে খুঁজতে হবে না কবে সরকারি ছুটি। স্মার্টফোন থেকেই দেখা যাবে ছুটির দিনগুলো। সরকারি ছুটি দেখার চমৎকার দুটি অ্যাপ্লিকেশন থাকছে।

সরকারি ছুটি কবে এমন প্রশ্ন আমাদের প্রায়ই শুনতে হয় । এ তথ্য জানতে ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে বিরক্ত হয়ে পড়ি। বাংলাদেশ গর্ভরমেন্ট হলিডে নামক অ্যাপ্লিকেশনটির ইন্সটল করা থাকলে মুহুর্তেই দেখা যাবে কবে সরকারি ছুটি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন অ্যাপস।

শীর্ষস্থানীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি এটি তৈরি করেছে। মাস নির্ধারণ করে দিলে ছুটির তালিকা পাওয়া যাবে। সুবিধা মতো আপনি অ্যালার্ম সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে ছুটির দিনগুলোর কথা স্বরণ করিয়ে দিবে আপনাকে। সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপ্লিকেশনটি।দরকার হবে না ইন্টারনেট সংযোগ।

মাসের ওপর ক্লিক করলে সম্পূর্ণ মাসের ক্যালেন্ডার বড় আকারের দেখা যাবে। সেখানে সরকারি ছুটির দিনগুলো লাল মার্ক করা দেখা যাবে। এরপর লাল মার্ক করা তারিখগুলোতে ট্যাপ করলেই জানা যাবে ওই দিনের ছুটির কারণ।

বিজ্ঞান প্রযুক্তি