‘স্মার্টফোন খুললেই ট্যাবলেট’ আনছে মাইক্রোসফট

‘স্মার্টফোন খুললেই ট্যাবলেট’ আনছে মাইক্রোসফট

মাইক্রোসফট নতুন একটি প্যাটেন্ট করেছে। সেখানে এমন এক প্রযুক্তি যন্ত্রের কথা বলা হয়েছে যাতে একটি স্থিতিস্থাপক কব্জা থাকবে। এর ব্যবহারে একটি ফোনকে অনায়াসে ট্যাবে রূপান্তরিত করা যাবে। এই কব্জার মাধ্যমে ফোনটিকে অনেকটা লেনোভোর ইয়োগা ট্যাবের মতো ব্যবহার করা যাবে। অর্থাৎ, এটাকে তাবুর মতোও দাঁড় করানো যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, দুই বা তিনটি স্ক্রিনের মাধ্যমে যন্ত্রটির আকার বড় করা হবে। মাইক্রোসফটের অরিজিনাল কুরিয়ার কনসেপ্ট থাকবে এতে।

পাশাপাশি মাইক্রোসফট সাইফেস প্রো ট্যাবের নতুন একটি সংস্করণ নিয়েও কাজ করছে। আশা করা হচ্ছে, এটি ২০১৭ এর প্রথমদিকেই  চলে আসবে। নতুন সারফেস প্রো ৫.২ ইঞ্চির হবে। আল্ট্রা-এইচডি ডিসপ্লে এবং ম্যাগনেটিক চার্জিং স্টাইলাস হবে এর অনন্য বৈশিষ্ট্য। এটি বানাবে পেগাট্রন টেকনলজি।

সারফেসের নতুন এক পেন বানানো হবে সাফেস বুক ৫ এর জন্য। এটিও ম্যাগনেটিং চার্জিং প্রযুক্তি পাবে। সূত্র: গেজেট স্নো

বিজ্ঞান প্রযুক্তি