বিমানবন্দর সড়কে ভ্যান-রিকশা চলাচল নিষিদ্ধ। নিরাপত্তার খাতিরেই এই নিষেধাজ্ঞা। কিন্তু আজ মহাখালী-বিমানবন্দর-টঙ্গীর রাস্তা ভ্যানের দখলে। ভ্যানই যাত্রীদের একমাত্র ভরসা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ রোববার। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি ছুটেছেন টঙ্গীর তুরাগ তীরে। ইবাদতের কাফেলায় রূপ নিয়েছে গোটা রাজধানী। মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের সুবিধার্থে এয়ারপোর্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই। মহাখালী, আশুলিয়া বেড়িবাঁধ এবং গাজীপুর চৌরাস্তাতেই পরিবহন আটকে দেয়া হয়েছে।
তবে এসব সড়কে ভ্যান চলাচল করতে পারছে আজ ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে। বেশির ভাগ মুসল্লি হেঁটে এলেও দূর থেকে আসা অনেকেই ভ্যানে করে যাচ্ছেন মোনাজাতে অংশ নিতে।
মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত ভ্যানে প্রতিজন যাত্রীর কাছ থেকে নেয়া হচ্ছে ৩০ টাকা করে। খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত নেয়া হচ্ছে যাত্রী প্রতি ১০ টাকা করে। এরপর বিশেষ কায়দায় বিমানবন্দর বা আব্দুল্লাহপুর যেতে চাইলে ভাড়া তুলনামূলকভাবে একটু বেশিই দিতে হচ্ছে।
রাজধানীর কাওরানবাজার থেকে ভ্যান নিয়ে এসেছিলেন গফুর মিয়া। ভোর থেকেই ভ্যান চালাচ্ছিলেন মহাখালী-বিমানবন্ধর সড়কে। তিনি বলেন, ‘গত কয়েক বছর থেকেই ইজতেমার আখেরি মোনাজাতের দিন ভ্যান চালাই এই রাস্তায়। ভলো আয় হয়। ভোর থেকে এখন পর্যন্ত ১৭শ টাকা আয় করেছি। আরো কিছু হবে। তবে পরিবহন চলা মাত্রই ভ্যান বন্ধ করে দেবে পুলিশ।’
পুরান ঢাকা থেকে মোনাজাতে অংশ নিতে এসেছিলেন শহীদুল্লাহ প্রধান। ভ্যানে চড়তে গিয়ে তিনি বলেন, ভাড়া একটু বেশি নিলেও মজা আছে। ঢাকার রাস্তায় ভ্যানে চড়া অনেকটাই গ্রাম গ্রাম মনে হলো। বিশেষ দিনে বিশেষ পরিবহনে এলাম। ভালোই লাগল।