গুলশান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধী ৮ দিনের রিমান্ডে

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধী ৮ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে হলি আর্টিসান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আটদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

বাংলাদেশ শীর্ষ খবর