নির্বাচন কমিশন গঠন নিয়ে সকল আলোচনা রাষ্ট্রপতির সঙ্গেই হবে জানিয়ে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতিই সর্বেসর্বা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি বিএনপির তরফ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার যে প্রস্তাব দেয়া হয়েছে তার জবাবেই নাসিম এমন মন্তব্য করলেন।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তিনি।
এর আগে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন এবং পদ্ধতি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোও এতে অংশ নিচ্ছে। যারা অংশ নিচ্ছে তাদের সাধুবাদ জানাই। সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাই মেনে নেব।
বিএনপিকে উদ্দেশ করে নাসিম বলেন, এক বছর ধৈর্য্য ধরে আছেন। ভালো কথা, আরো ধৈর্য্য ধরুন। রাষ্ট্রপতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব কিছুই করে যাবেন। আশা করি বিএনপি ওই নির্বাচন কমিশনের অধীনে অংশ নেবে।
সম্প্রতি জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জঙ্গি দমনসহ সকল সূচকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণেই এত দ্রুততম সময়ের মধ্যে জঙ্গিদের দমন করা সম্ভব হয়েছে।
আদর্শের ভিত্তিতে ১৪ দল চিরকাল জোটবদ্ধ থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, ১৪ দলের ভাঙার কোনো আশঙ্কা নেই। বরং সময়ের প্রয়োজনে পরিধি আরো বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহম্মেদ হোসেনসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।