আয়রন নিকেলের পর পৃথিবীর কেন্দ্রে সিলিকন

আয়রন নিকেলের পর পৃথিবীর কেন্দ্রে সিলিকন

পৃথিবীর কেন্দ্র গঠনে আয়রন এবং নিকেল ছাড়াও আর কোন উপাদানের মুখ্য ভূমিকা রয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই  বিজ্ঞানীদের মধ্যেই সংশয় ছিল।

সম্প্রতি নতুন এক গবেষণায় জাপানের এক বিজ্ঞানী দাবি করেছেন, পৃথিবীর একেবারে কেন্দ্র গঠনে আয়রন এবং নিকেলের পর সিলিকনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবর বিবিসির।

কয়েক দশক ধরে এই উপাদানটিকেই খুঁজছিলেন বিজ্ঞানীরা।

আমাদের পৃথিবী কিভাবে গঠিত হয়েছে সে সম্পর্কে এই গবেষণা থেকে নতুন তথ্য জানা যাবে। অর্থাৎ এই নতুন গবেষণা আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি সেটা সম্পর্কে আমাদের জানতে সাহায্য করবে।

এ সম্পর্কে তোহোকু বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক এইযি ওহতানি জানিয়েছেন, আমরা বিশ্বাস করি সিলিকন আমাদের পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর অভ্যন্তরে প্রায় ৫ ভাগ সিলিকন রয়েছে।

আন্তর্জাতিক